রবিবার, ৩০ জুন, ২০২৪

Alrabby0

  নতুন প্রেম শুরুর আগেএকটি জীবন, একটি প্রেম- এমনটা আজকাল খুব একটা দেখা যায় না। বরং বেশ কয়েকটি ভাঙা সম্পর্কের কষ্ট পেরিয়েই মানুষ শেষ পর্যন্ত খুঁজে পায় একজন সত্যিকারের মনের মানুষ। সম্পর্ক ভাঙবে, আবার সম্পর্ক গড়বেও। তবে হ্যাঁ, নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে চাই কিছু প্রস্তুতি।দুজন মানুষের মাঝে কেবল ভালোবাসা থাকলেই হবে না, একটি নতুন সম্পর্কে জড়ানোর আগে আপনার নিজের করে নিতে হবে কিছু কাজ। কী রকম? চলুন, জেনে নিই পেশাদার clinical psychologist ও একাধিক গ্রন্থের লেখক Jill P. Weber কী মনে করেন।নিজেকেবুঝুন,নিশ্চিতহোনযেআপনিকীচানআপনি কেমন সম্পর্ক চান, আসলেই এই মানুষটির সাথে আপনি ভিবিসশতের স্বপ্ন দেখেন কিনা, তাঁর হাত ধরে নিজেকে ভিবিসশতে কল্পনা করতে পারেনকিনা, তিনি আপনার চাহিদা মত একটি জীবন ও ভালোবাসা আপনাকে দিতে পারবেন কিনা ইত্যাদি খুব ভালো করে বুঝে নিন।নিজেরশারীরিক-মানসিকচাহিদাটাখুবভালোকরেবুঝেনিনকেবল মনের চাহিদা মিটলে হয় না, শরীরটাও গুরুত্বপূর্ণ। আবার কেবল শরীরি ভালোবাসা দিয়েই প্রেম নয়। নিজের চাহিদাগুলকে বুঝুন আর মিলিয়েনিন যে সেই মানুষটি চাহিদা পূর্ণ করতে পারবেন কিনা।মস্তিষ্ককেবিশ্বাসকরুন,যাদেখছেনসেটাকেগুরুত্বদিনমন আর মস্তিষ্কে টানা পোড়ন চলছে? মস্তিষ্কের কথাকে ফেলবেন না যেন। মন অনেক কিছুতেই ধোঁকা খায়, কিন্তু মস্তিষ্ক সবসময় সঠিক পথ দেখায়। চোখ খান খোলা রাখুন, যা ঘটছে জীবনে ভালো করে দেখুন। ও নিজের দৃষ্টির ওপরে আস্থা রাখুন।কেবলযৌনতারজন্যসম্পর্ককিনাভেবেদেখুনকেবল যৌনতার জন্য প্রেম হলে তাঁর কোন ভবিষ্যৎ হয় না। কখনোই হয় না। এই কথাটা কখনো ভুলবেন না।মানসিকভাবেপিতামাতারপ্রতিনির্ভরশীলতাকমাবারচেষ্টাকরুনএই কাজটি কঠিন, কিন্তু একটি সফল সম্পর্ক চাইলে এটি করা জরুরী। যদি মনে করেন যে এই মানুষটির সাথেই আপনিভবিষ্যতে সুখী হতে চান তাহলে মা বাবার প্রতি আবেগীয় নির্ভরশীলতা কমান। নিজের ও পছন্দের মানুষটির ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে শিখুন।নতুনঅভিজ্ঞতাগুলোরসাথেখাপখাইয়েনিনএই মুহূর্তে অনেক কিছুই ঘটছে আপনার জীবনে। নতুন সম্পর্ক, নতুন উচ্ছাস, নতুন অভিজ্ঞতা। এগুলোর সাথে তাড়াহুড়া করবেন না। খুব আস্তে আস্তে খাপ খাইয়ে নিন। সিদ্ধান্ত নেয়া সহজ হবে।